Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষাওসংস্কৃতি

ইউনিয়নের ভাষা ও সংস্কৃত সম্পর্কে বলে শেষ করা যায় না । আমাদের ইউনিয়নে আজও আমরা বাংলাদেশের ঐতিয্য কে আকরে ধরে আছে । এই ইউনিয়ন আজও বাংলাদেশের সব গুলো সংস্কৃত খুব যত্ন সহকারে পালন করে আসছে । চরচারতলা ইউনিয়নে প্রতি বছর পহেলা বৈশাখ পালন করা হয় খুব জম জমাট ভাবে । এছারাও আমাদের ইউনিয়নের ইসলামের সর্ব সেরা দিন গুলি সম্পর্কেও খুব সতর্ক । প্রত্যেক সবে মেরাজ আমরা পালন করি খুব জাকজমক ভাবে এই দিনে আমাদের ইউনিয়নের ছেলে বোড়ো সবাই সারা রাত্র ব্যাপি ইবাদত বন্দেগি করে । সবে বরাতের সময় প্রত্যেকে যার যার ঘরে রুটি তৈরী করে আশে পাশের সবার ঘরে বিলিয়ে দেই । এছারা অত্র গ্রামের সকলেই সারা রাত্র ব্যাপু ইবাদত বন্দেগি করে । এছাড়াও অত্র ইউনিয়নে আমাদের মুসলমানদের দুটি ঈদ খুব ই গুরুত্ব সহকারে পালন করা হয় ।