Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে লালপুর ইউনিয়ন

ব্রাহ্মনবাড়িয়া জেলার ১৬ কিঃমিঃ পশ্চিমে মেঘনার পাড়ে  সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত লালপুর ইউনিয়ন। এই ইউনিয়নে মুসলমান এবং হিন্দু মিলে মিশে একে অপরের বন্ধু হয়ে চলাচল করে। এখানে বেশীর ভাগ কৃষিজীবি , ব্যবসায়ী এবং জ়েলে ।

 

এক নজরে লালপুর ইউনিয়নঃ-

 

ক) নাম – ৭নং লালপুর ইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন – ১৮.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৫২৩৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৫২%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,   

   কিন্ডার গার্ডেন ৪টি 

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মোরশেদ মিয়া(মাষ্টার)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১০/২/১৯৯৪ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২৬/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ৩০/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

                        ১) চেয়ারম্যান-১জন

                        ২) মেম্বার-৯জন

                       ৩) সংরক্ষিত মহিলা মেম্বার-৩ জন

                       ৪) সচিব-১জন

                      ৫) গ্রাম পুলিশ-১০জন

ত) মসজিদ-২৬টি

থ) ঈদগাহ-৫টি

দ) কবরস্থান-২৮টি

ধ) মন্দির-৮টি

ন) শশান-২টি

প) গ্রাম সমূহের নামঃ-

             নোয়াগাও                           চরলালপুর(কান্দাপাড়া)       চরলালপুর(পশ্চিমপাড়া)

            হোসেনপুর(টানপাড়া)                হোসেনপুর(মধ্যপাড়া)             হোসেনপুর(উত্তরপাড়া)

           লামাবায়েক(দক্ষিনপাড়া)         লামাবায়েক(উত্তরপাড়া)            বায়েক