একজন ভূমির মালিক তাঁর ভুমির মালিকানা,দখল ও সত্ত্ব সামিত্ব রক্ষর্থে বা মালিকানা বজায় রাখার সার্থে সরকারের সর্বশেষ প্রতিনিধি ইউনিয়ন ভূমির সহকারী নিকট মে অর্থ ভূমি বাবদ জমা দেয়(R.R এর মাধ্যমে) তাহাই ভূমি উন্নয়ন কর।
বিবিধঃ সরকার কতৃক ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন মওকুফ করায় ১৪৯৮ বাংলা সন হইতে শুধুমাত্র ভূমি উন্নয়ন করের পরিবর্তে ২ টাকা মূল্যে মানের রেকর্ড সংরক্ষন ফি আদায় করা হয় তাহাই বিবিধ আদায়।